ঠাকুরগাঁওয়ে এনডিএফবিডি’র বিভাগীয় বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত


Admin প্রকাশের সময় : ০৪/১১/২০১৯, ১২:১৩ PM
ঠাকুরগাঁওয়ে এনডিএফবিডি’র বিভাগীয় বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ মাহিন সরকার, শিশু বার্তা প্রতিনিধি,ঠাকুরগাঁওঃ

উত্তরের শীতল বাতাসে উড়িয়ে বিজয় কেতন, শুনি যুক্তির জয়ধ্বনিএই প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ে রংপুর বিভাগের ৮ জেলার শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলরুমে জাতীয় বিতর্ক ফেডারেশনের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বিতর্ক উৎসবের উদ্বোধন করেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম। জাতীয় বিতর্ক ফেডারেশনের চেয়ারম্যান একেএস শোয়েবের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় বিতর্ক উৎসবের আহ্বায়ক ফরহাদুল ইসলাম বিপ্লব, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর বৈজ্ঞানিক কর্মকর্তা তপন কুমার রায়, সংগঠনের উপদেষ্টা সাহিনা সুলতানা, এনডিএফ এর কো-চেয়ারম্যান লায়ন এম আলমগীর, কৃষিবিদ জাহিদুল ইসলাম শিহাব, বিভাগীয় সমন্বয়কারী অনামিকা স্যানাল প্রমূখ।
প্রতিযোগিতায় রংপুর বিভাগের ৮ জেলার ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬শ শিক্ষার্থী অংশগ্রহণ করে। শুরুতে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তার্কিকরা ছায়া সংসদের ওপর বিতর্কে অংশ নেন। এর আগে সকালে বিডি হল প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।