বিএনসিপি সিরাজগঞ্জ প্রদেশের ৩য় প্রাদেশিক শিশু সংসদ নির্বাচন ও শপথ অনুষ্ঠিত
Admin
প্রকাশের সময় : ২৫/১০/২০১৯, ৭:৫০ PM
বিএনসিপি সিরাজগঞ্জের ৩য় প্রাদেশিক শিশু সরকার নির্বাচন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের উদাহরণ সৃষ্টি করল বিএনসিপি সিরাজগঞ্জ প্রদেশ। শিশু কিশোরদের দ্বারাও যে শান্তি পূর্ণ নির্বাচনের মাধ্যমে একদল যোগ্য শিশু প্রতিনিধি গঠন করা সম্ভব তা প্রমাণ করে দিল সিরাজগঞ্জের শিশু কিশোররা। বাংলাদেশ ন্যাশনাল চাইল্ড পার্লামেন্ট (বিএনসিপি) সিরাজগঞ্জ আয়োজিত আয়োজিত ৩য় প্রাদেশিক শিশু সংসদ নির্বাচন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ অক্টোবর ২০১৯ রোজ শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত টানা ৩ ঘন্টা ভোটদান কর্মসূচী চলে।এরপর ফলাফল ঘোষণা ও নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করানো হয়। সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র মুজিব সড়কে অবস্থিত সিরাজগঞ্জ হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচন ও শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিএনসিপি সিরাজগঞ্জ প্রদেশের প্রধান নির্বাচন কমিশনার জনাব হেলাল আহমেদ। এছাড়াও সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শিউলি আক্তার এবং মোঃ মজনু আকন্দ।
সিরাজগঞ্জ প্রদেশের প্রধান নির্বাচন কমিশনার জনাব হেলাল আহমেদ সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে বলেন, “আজকের প্রতিটি শিশু আমাদের দেশের জন্য সম্ভাবনা । আমি মনে করি আজকে যারা শিশু সংসদ নির্বাচনে অংশগ্রহন করে নিজ জেলার শিশুদের মঙ্গলের জন্য কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন তারা প্রমাণ করেছেন তারা ভবিষ্যতেও দেশকে ভালোবেসে কাজ করে যাবেন।” এসময় নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বিএনসিপি সিরাজগঞ্জ প্রদেশের উপ কমিটির সদস্যবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিলেন সবেক উপ প্রেসিডেন্ট বি এম আলভী আহমেদ, উপ ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদা তাজনিন নীলা, উপ সহ মুখ্যমন্ত্রী আব্দুর রহিম খোকন, উপ স্পিকার বিজলি খাতুন টুম্পা, উপ স্বরাষ্ট্র মন্ত্রী শাহরিয়ার হোসেন সবুজ সহ আরও অনেকে।
নির্বাচন পরিদর্শক ও নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে উপস্থিত ছিলেন বিএনসিপি সিরাজগঞ্জের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রাদেশিক গভর্নর দীপংকর ভদ্র দীপ্ত। এসময় তিনি বলেন, “গত দুটি কমিটির মত ৩য় প্রাদেশিক শিশু কমিটিও যোগ্য এবং মেধাবী। এবং একজন সুনাগরিক হবার জন্য যে যে গুণ থাকা দরকার সবকিছুই তাদের মধ্যে আছে।” সাবেক উপ প্রেসিডেন্ট বি এম আলভী আহমেদ জানান, “সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পেরেছি। আমি মনে করি এই নির্বাচনের মধ্যে যোগ্য প্রার্থী নির্বাচন হয়েছে।” উপ ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদা তাজনিন নীলা বলেন, “আজকের এই নির্বাচন শুধু একটি নির্বাচন ছিল না। এ যেন এক উৎসবে পরিণত হয়েছিল।”
নির্বাচন চলাকালীন সময় ভোটারদের উপস্থিতিতে ভোট কেন্দ্র শিশু কিশোরদের মিলন মেলায় পরিনত হয়। অবাধ নিরপেক্ষ আর শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের সকল কার্য সম্পন্ন করার পর বেলা ২ টায় ফলাফল ঘোষনা ও শপথ বাক্য পাঠ করানো হয়। মোট ভোট প্রদান করেন ৯৮ জন। বৈধ ভোট পরেছে ৯৫টি। মোট ১৩টি সংসদ সদস্য পদের জন্য প্রার্থীরা নির্বাচন করেছেন ১৮ জন। এবং মূখ্যমন্ত্রী পদের বিপরীতে ২ জন প্রার্থী নির্বাচন করেন। বিশ্লেষকরা বলেছেন বিএনসিপি সিরাজগঞ্জ প্রদেশের এবারের নির্বাচনে মুখ্যমন্ত্রী পদে বাঘ–সিংহের লড়াই হয়েছে।
প্রাদেশিক মুখ্য মন্ত্রী নির্বাচিত হয়েছে শিশু সাংবাদিক ও শিশু অধিকার কর্মী দ্বীন মোহাম্মাদ সাব্বির। ছাতা মার্কা নিয়ে তিনি ৬২ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোঃ মেহেদী হাসান আম মার্কা নিয়ে পেয়েছেন ৩৩ টি ভোট। এছাড়া ১৩ জন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন
মোঃ রিফাত খান (স্বরাষ্ট্র মন্ত্রী,৬৯), স্বরাষ্ট্রমন্ত্রী,৬৯), মোঃ আশরাফুল ইসলাম আশিফ (প্রতিরক্ষা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী,৬৫), সাদ বিন মাসুদ( অর্থ মন্ত্রী,৬৬), টি. এম. মুস্তাক শাহরিয়ার শুভ (স্পিকার,৮১), মোঃ লাভীব উদ্দিন আশিক (দুর্যোগ ত্রাণ, বন ও পরিবেশ মন্ত্রী,৬৪), আরিফুল্লাহ আল আনাস (বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী,৬৪), মোঃ আসাদুজ্জামান সরকার নাদিম (সমাজ কল্যাণ জনপ্রশাসন ও স্থানীয় সরকার মন্ত্রী,৬৭), মোঃ রাজেন সালেহ অনিক (পরিবহন ও যোগাযোগ মন্ত্রী,৪০), সাদিয়া ইসলাম ইলা (সংস্কৃতি যুব ক্রিয়া ও মহিলা বিষয়ক মন্ত্রী,৬২) , তৃষা পাল (সমবয় স্বাস্থ্য ও মানব সম্পদ বিষয়ক মন্ত্রী,৬১), ওয়াহিদ খান জিসান (পররাষ্ট্র মন্ত্রী,৩৬), এলিজা পারভীন আলো (শিক্ষা মন্ত্রী,৬৭) ও প্রিয়াংকা ভদ্র (ডেপুটি স্পিকার,৬১)। শিশু সংসদের মধ্যে সর্বোচ্চ ৮১টি ভোট পেয়েছেন টি. এম. মুস্তাক শাহরিয়ার শুভ।
মোঃ রিফাত খান, মোঃ আশরাফুল ইসলাম আশিফ, সাদ বিন মাসুদ, টি. এম. মুস্তাক শাহরিয়ার শুভ, মোঃ লাভীব উদ্দিন আশিক, আরিফুল্লাহ আল আনাস, মোঃ আসাদুজ্জামান সরকার নাদিম, মোঃ রাজেন সালেহ অনিক, সাদিয়া ইসলাম ইলা, তৃষা পাল, ওয়াহিদ খান জিসান, এলিজা পারভীন আলো ও প্রিয়াংকা ভদ্র। শিশু সংসদের মধ্যে সর্বোচ্চ ৮১টি ভোট পেয়েছেন টি. এম. মুস্তাক শাহরিয়ার শুভ। তিনি বিএনসিপি বি এল সরকারি উচ্চ বিদ্যালয় স্কুল কমিটির প্রেসিডেন্ট ছিলেন।
নির্বাচিতদের সম্মিলিত প্রচেষ্টায় বিএনসিপি সিরাজগঞ্জ নতুন উদ্দামে তাদের পথচলা অব্যাহত রাখবে। যা মাদক, বাল্যবিয়ে,শিশুশ্রম,শিশু নির্যাতনের মত অপরাধের বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখবে এবং অসহায় শিশু–কিশোরদের মুখে হাসি ফোটাবে। এমনটাই মনে করছে সিরাজগঞ্জের শিশু কিশোররা।।
Post Views:
84
আপনার মতামত লিখুন :