বগুড়ায় বাশঁঝাড়ে চাপা পড়ে এক শিশুর মৃত্যু, আরেকজন আহত


Admin প্রকাশের সময় : ০৪/০৬/২০২২, ৪:০৪ PM
বগুড়ায় বাশঁঝাড়ে চাপা পড়ে এক শিশুর মৃত্যু, আরেকজন আহত

ইয়ুথ করেসপন্ডেন্ট (বগুড়া):

বগুড়ার শেরপুরের কুসুম্বি ইউনিয়নের টুনিপাড়া দক্ষিনপাড়া গ্রামে ঝড়ে উপরে যাওয়া বাঁশঝাড়ের চাপায় পড়ে ছাব্বির হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তার বোন আমেনা খাতুন (৭) আহত হয়েছে।শুক্রবার (৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত ছাব্বির ও আহত আমেনা খাতুন ওই গ্রামের আমিনুল ইসলামের ছেলে ও মেয়ে।

এলাকাবাসী জানান, গত কয়েকদিন আগে ঝড়ে আমিনুলের বাড়ীর পাশের বাশেরঝাড় উপড়ে গিয়ে গোড়ায় গর্ত হলে সেই গর্তে বৃষ্টির পানি জমাট বাধে। বাঁশঝাড়ের মালিক শিকড়ের অংশ রেখে কিছু বাঁশ কেটে নিয়ে যায়। কিন্তু শুক্রবার দুপুরে ছাব্বির ও আমেনা দুই ভাইবোন সেই গর্তে জমাট বাধা পানির মধ্যে খেলা করছিল।এমন সময় বাঁশঝাড়টি শিকড়ের অংশ আবার পুর্বের অবস্থানে আসলে তার নিচে দুই ভাইবোন চাপা পরে। এতে ঘটনাস্থলেই ছাব্বির নিহত হয়। এবং আমেনা খাতুন গুরুত্বর আহত হয়। সে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জনান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।