করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’- প্রতিপাদ্যে কে সামনে রেখে বাগেরহাটে পালন করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।আর বিশেষ এই দিবসটিকে কেন্দ্র করে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৩০ মে)বাগেরহাটে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় বিশ্ব পরিবেশ দিবসের এ অনুষ্ঠান।
অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক খালিদ হোসেন এবং বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে সমাজের সকল স্তরের মানুষকে পরিবেশের যত্ন নেওয়া এবং দুষণমুক্ত রাখার আহ্বান জানান।এতে বাগেরহাটের বিভিন্ন সরকারি ও বেসরকারি সমাজ সেবা সংগঠনের কর্মীগণ উপস্থিত ছিলেন।শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মো: মুশফিকুজ্জামান
বাগেরহাট
আপনার মতামত লিখুন :