ঠাকুরগাঁওয়ে শেখ রাসেল এর ৫৬তম জন্মদিন পালিত


Admin প্রকাশের সময় : ১৮/১০/২০১৯, ১০:৩৩ PM
ঠাকুরগাঁওয়ে শেখ রাসেল এর ৫৬তম জন্মদিন পালিত

 মোঃ মাহিন সরকার, ঠাকুরগাঁও,প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শেখ রাসেলের ৫৫তম জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার (১৮অক্টোবর) ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে শেষ রাসেলের জন্মদিন পালিত হয়েছে। জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে শিশুদের মাধ্যমে বেলুন উড়িয়ে শেখ রাসেলের জন্মদিনের শুভেচ্ছা জানান হয়। এর পর জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলমের সভাপতিত্বে জেলা শিশু একাডেমীর সহযোগিতায় জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মবার্ষিকী পালন করেন। জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক ডঃ কেএম কামরুজ্জামান সেলিম উপস্থিত শিশুদেরকে জন্মদিনের কেক খাওয়ান। এবং অতিথিবৃন্দ সহ সকলকে কেক খাওয়ানো হয়। পরে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক ডঃ: কে এম কামরুজ্জামান সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি, মো:তৌহি-উদ-দৌলা রুপম,প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী,জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, দ্রোপদী দেবী আগারওয়ালা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহা: জবেদ আলী প্রমুখ।