গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১০ বছরের শিশু বাল্য বিবাহ বন্ধ
Admin
প্রকাশের সময় : ১৫/১০/২০১৯, ১০:১৬ PM
হুজাইফা হোসাইন, শিশু বার্তা প্রতিনিধি,গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগন্জ উপজেলার কোচাশহর ইউনিয়নে মো:আফজাল হোসেনের মেয়ে মোছা: আয়েশা আকতার (১০) বিয়ের আয়োজন চলছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার ইএনও মো:রাজ্জাক হোসেনের সহোযোগিতায় বাল্য বিবাহ প্রতিহত করা হয়েছে।
এ সময় কাজীকে আটক করা হয়. এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিয়ে প্রতিহত করার ১০ বছরের মেয়েটি মুখে আনন্দ লক্ষ করা যায়। মেয়েটি জনায়, তার শখ পড়া লেখা করে অনেক বড় হওয়া
Post Views:
94
আপনার মতামত লিখুন :