নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে ১৫ বছর বয়সী স্কুল পড়ুয়া এক শিক্ষার্থী। শুক্রবার (৩ জুন) দুপুরে উপজেলার চর জয়পাড়া গ্রামের ছিদ্দিকুর রহমান শিকদারের মেয়ে ৮ম শ্রেণির শিক্ষার্থী (১৫) এর সাথে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রা গ্রামের মতি মিয়ার ছেলে সৌদি প্রবাসী আবুল কালামের সাথে গোপনে মেয়ের বাড়িতে বাল্যবিবাহের প্রস্তুতি চলছিল।
এমন গোপন সংবাদের ভিত্তিতে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি জানান, গোপনে বাল্যবিয়ের প্রস্তুতি চলছিল এমন খবরের ভিত্তিতে মেয়ের বাড়িতে উপস্থিত হয়ে কিশোরীর পরিবারের সাথে কথা বলে বাল্যবিয়ে বন্ধ করে দেয়া হয়। কিশোরীর বয়স ১৮ না হলে বিয়ের কোনো রকম পদক্ষেপ নিবে না মর্মে কিশোরীর পিতা মাতার নিকট থেকে মুচলেকা নেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :