বগুড়ার গাবতলীতে যৌন নিপীড়নের স্বীকার হলো ৮বছরের শিশু
Admin
প্রকাশের সময় : ১৪/১০/২০১৯, ২:০২ PM
শাহরিয়ার হাসিব শিশু বার্তা বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলীতে ৮ বছরের শিশুকন্যাকে যৌন নিপীড়নের ঘটনায় পুলিশ পায়েল (১৯) নামের যুবকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় শিশুকন্যার মা তাসলিমা আক্তার ঝিনুক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
উপজেলার নেপালতলী ইউনিয়নের কদমতলী ভিটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার নেপালতলী ইউনিয়নের কদমতলী ভিটাপাড়া গ্রামের রেজাউল করিমের শিশুকন্যাকে একই গ্রামের পিন্টু সাখিদারের ছেলে গত বুধবার বেলা ২টায় (০৯অক্টোবর) তার প্রতিবেশী মামা ঠান্ডু মিয়ার বাড়ীতে ঐ শিশুকন্যাকে নিয়ে যৌন নিপীড়ন করে।
শিশুকন্যার ঘটনাটি বাড়ীতে গিয়ে তার মাকে খুলে বললে এলাকায় গুঞ্জনের সৃষ্টি হলে পুলিশ গোপন সংবাদে ভিকটিমসহ বাদীকে থানায় নিয়ে আসে এবং অভিযুক্ত পায়েলকে পুলিশ গেপ্তার করে। এ ঘটনায় গতকাল শিশুর মা তাসলিমা আক্তার ঝিনুক বাদী হয়ে পায়েলকে অভিযুক্ত করে থানায় যৌন নিপীড়নের মামলা দায়ের করেছে।
Post Views:
87
আপনার মতামত লিখুন :