সিরাজগঞ্জ সংবাদদাতাঃ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জে মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সিরাজগঞ্জের মুক্তির সোপান চত্তরে এই কর্মসূচি পালন করা হয়। এসময় তারা হাতে প্রতিবাদ মূলক লেখা লেখে প্লেকার্ড ও শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি রেখে নিহত আবরার ফাহাদের প্রতি শ্রদ্ধা জানায় এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে প্রতিবাদ জানায়।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে আবরার ফাহাদকে ৬ অক্টোবর রাতে ডেকে নিয়ে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী পিটিয়ে হত্যা করে। এরপর রাত ৩টার দিকে শেরে বাংলা হলের নিচতলা ও দুইতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আপনার মতামত লিখুন :