ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৯ এর উদ্বোধন


Admin প্রকাশের সময় : ০৮/১০/২০১৯, ১১:০৯ AM
ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৯  এর উদ্বোধন


মোঃ মাহিন সরকার শিশু বার্তা প্রতিনিধি, ঠাকুরগাঁও 
ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৯ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার জেলায় প্রশাসক ও জেলা শিশু একাডেমীর যৌথ আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে বেলুন উড়িঁয়ে দিবসের উদ্বোধন করা হয়। 

এর পর একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়াম (বিডি হল) প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে জেলার বিভিন্ন উন্নয় সংস্থার শতাধিক কর্মী, শিশু সংগঠক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। 

বিডি হলে আলোচনা সভায় শিশু সংগঠক মায়িশা মাহবুব নক্শীর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, ঠাকুরগাঁও প্রেসকাবের সভাপতি মনসুর আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, জেলা মহিলা সংস্থার সভাপতি মনোয়ারা চৌধুরী, ইএসডিও’র এপিসি শামিম হোসেন, ইসলামিক রিলিফের শাহজাহান এনসিটিএফ ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক মোঃ মাহিন সরকার সহ প্রমুখ। 

আলোচনা সভা শেষে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।