ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
Admin
প্রকাশের সময় : ০৫/১০/২০১৯, ১১:২৯ PM
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোঃ মাহিন আহমেদ শিশু বার্তা প্রতিনিধি, ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় পানিতে ডুবে মুশাদীক (৭) নামে ২য় শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত ও একই স্কুলের আরো দু’জন ছাত্র আহত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে উপজেলার গড়ভবানিপুর (ফাজিলপুর) গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত মুশাদীক উপজেলার গড়ভবানিপুর (ফাজিপুর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র এবং আহতরা একই স্কুলের প্রথম শ্রেণির ছাত্র রাকিবজামান রাকিব ও ২য় শ্রেণির ছাত্র রায়হান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারা স্কুল ছুটি শেষে বাড়ির পাশ্বে নালার মধ্যে গোসল করতে নামে পানিতে ডুবে মুশাদীক নিহত হয়, এসময় রাকিব ও রায়হান আহত হয়। স্থানীয়রা এসে নিহত মুশাদীক এর লাশ উদ্ধার করে এবং রাকিব ও রায়হানকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কছে নিয়ে যান।
হরিপুর থানা অফিসার ইনর্চাজ (ওসি) আমিরুলজ্জামান এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Post Views:
136
আপনার মতামত লিখুন :