মেহেরপুরে হ্যালো স্বপ্নের সমন্বয় সভা অনুষ্ঠিত


Admin প্রকাশের সময় : ০৪/১০/২০১৯, ১১:৫০ PM
মেহেরপুরে হ্যালো স্বপ্নের সমন্বয় সভা অনুষ্ঠিত

এস. এম মেহরাব হোসেন, শিশু বার্তা সংবাদদাতা, মেহেরপুরঃ
মেহেরপুরে হ্যালো.বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং স্বপ্ন সামাজিক সংগঠনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মেহেরপুর শহরের অক্সফোর্ড কিন্টারগার্ডেন স্কুলের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। শুরুতে পরিচয় পর্বের মাধ্যমে সকলের পরিচয় জানা হয়।এসময় সবাই সবার পরিচয় উপস্থাপন করেন।  
সভায় সভাপতিত্ব করেন স্বপ্ন সংগঠনের সভাপতি তুহিন অরণ্য তার বক্তব্যে স্বপ্ন এবং হ্যালোর একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং সকলকে দিকনির্দেশনামূলক উপদেশ দেন এছাড়াও বক্তব্য রাখেন স্বপ্ন পরিবারের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সহসভাপতি রেজআন উল বাশার তাপস, প্রধান সম্বন্বয়কারী মোস্তাকুর রহমান তুষার আবির,
হ্যালো.বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সদস্য এস এম মেহেরা হোসেন, আদ্রিতা, শিলা,লিপি,নবাব, সহ আরও অনেকে।
সভায় আলোচ্য বিষয় ছিল গনিত উৎসব কবে কোথায় কিভাবে হবে তা নিয়ে আলোচনা। এ সময় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং স্বপ্ন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন