মিরসরাই ছৈয়দুল হক উচ্চ বিদ্যালয়ে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কে জানি”অনুষ্ঠান অনুষ্ঠিত
Admin
প্রকাশের সময় : ২৬/০৯/২০১৯, ১১:৫৭ PM
সৈয়দ আবুল হাসনাত জিসান, শিশু বার্তা প্রতিনিধি,মিরসরাইঃ
চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের সাহেবদীনগর গ্রামের ছৈয়দুল হক উচ্চ বিদ্যালয়ে ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কে জানি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব আবু নাছের এর উপস্থাপনায় এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধার সন্তান এবং মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনকারীগণ।
উপস্থিত অতিথীরা হলো বিদ্যালয়ের সভাপতি ও ৭১ এর মুক্তিযোদ্ধা ডাঃ জামশেদ আলম,মুক্তিযোদ্ধা জনাব খুরশিদ আলম আজাদ, জনাব মুজিবুল হক কমান্ডার,জনাব কফিল উদ্দিন,জনাব সুবেদার মুছা মিয়া,জনাব ছলিম উল্ল্যাহ মাষ্টার, প্রয়াত মুক্তিযোদ্ধার সন্তান জনাব মোঃ আবু জাফর,মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনকারী জনাব মোঃ শাহ আলম সাহেব,উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা বেগম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা।
Post Views:
77
আপনার মতামত লিখুন :