হারানো শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিল সিরাজগঞ্জ থানা পুলিশ


Admin প্রকাশের সময় : ২৬/০৯/২০১৯, ১১:৫০ PM
হারানো শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিল সিরাজগঞ্জ থানা পুলিশ


সাকলাইন শিহাব,শিশু বার্তা প্রতিনিধি,সিরাজগঞ্জ:
গাজিপুর থেকে হারিয়ে যাওয়া শিশু মোঃ রনিকে (৬) চারদিন থানা হেফাজতে রাখার পর তার বাবা-মা’র কোলে তুলে দিলেন সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।
সদর থানার শিশু বিষয়ক এসআই রেজাউল ইসলাম জানান,২০ সেপ্টেম্বর শুক্রবার শহরের বাজার স্টেশন এলাকায় শিশু রনি এলোমেলো ভাবে ঘোরাফেরা করতে থাকে। এতে স্থানীয় দোকান মালিকদের মধ্যে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদে জানতে পারে সে হারিয়ে গেছে।পরে শনিবার সকালে রনিকে পুলিশের কাছে হস্তান্তর করে তারা। পুলিশ তাকে জিজ্ঞেস করলে সে তার বাবা মা ও ঠিকানা গাজীপুরের কথা বলতে পারে। পরে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ গাজীপুরের টুঙ্গি থানা পুলিশের সহায়তায় চার দিন পর শিশুটির মা বাবা সিরাজগঞ্জ সদর থানায় যোগাযোগ করে।
গত ২৪ সেপ্টেম্বর শিশুটির মা ও বাবা সিরাজগঞ্জ সদর থানায় এলে তাদের কোলে তুলে দেয়া হয় শিশুটিকে।এসময় সদর থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।