সোনাতলায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি বিষয়ে শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার
Admin
প্রকাশের সময় : ২৪/০৯/২০১৯, ২:১২ PM
শাহরিয়ার হাসিব, শিশু বার্তা, প্রতিনিধি,বগুড়াঃ
স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি বিষয়ে বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নেওয়ার নির্দেশ প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
এরই অংশ হিসাবে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় সরকারী সোনাতলা মডেল স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্রদেরকে সাক্ষাৎকার প্রদান করেন সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শাহজাহান সাজু।
তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সময়ের বদ্ধভূমি, হানাদার বাহিনীসহ রাজাকারদের ক্যাম্প, মুক্তিযুদ্ধকালীন ঘটনা সম্পর্কে শিক্ষার্থীদের দেখান এবং বিষদ আলোচনা করেন। তিনি জানান বগুড়া ১১নং সেক্টরে অধিনে তারা যুদ্ধ করেন । তিনি বলেন আমাদের অনেক সহ যোদ্ধা কে পাক হানাদার বাহিনীর গুলি করে হত্যা করেছে । তিনি আরো বলেছেন আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি যেখানে এক সহ যোদ্ধা কে গুলি করে মেরে ফেলা হয়েছিল ।এই জায়গায় আমাদের যুদ্ধের অনেক স্মৃতি লুকিয়ে আছে। এসময় শিক্ষার্থীদের সাথে ছিলেন ওই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মানিক সরকার।
Post Views:
86
আপনার মতামত লিখুন :