জামালপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত


Admin প্রকাশের সময় : ২০/০৯/২০১৯, ১১:৫২ PM
জামালপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত

মোঃ মাহফুজুল হক (তুষার), জামালপুর প্রতিনিধিঃ জলবায়ু বিপর্যয় নিয়ে বিশ্বের সর্ববৃহৎ শান্তিপূর্ণ সংগঠন ফ্রাইডেস ফর ফিউচার- বাংলাদেশ এর তত্ত্বাবধানে ক্লাইমেট স্ট্রাইক পালন করেন ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশ এর জামালপুর ব্রাঞ্চ । আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯ ঘটিকার সময় জামালপুর শহরের বকুলতলায় এই স্ট্রাইক অনুষ্ঠিত হয়৷
এ সময় উপস্থিত ছিলেন ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশের ইনিশিয়েটিভ অব অরগানাইজিং বিভাগের সহকারী পরিচালক ফারিহা সুলতানা (অমি),ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশ এর জামালপুর ব্রাঞ্চ এর প্রতিষ্ঠাতা মোস্তাক আহম্মেদ সাগরসহ সকল সদস্যবৃন্দ এবং শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ৷
‘গ্লোবাল ক্লাইমেট একশন উইক’ উপলক্ষ্যে সুইডেনের কিশোরী গ্রেটা থানবার্গের আহবানে আজ ২০ সেপ্টেম্বর ১৫৬ টি দেশের প্রায় ৬ হাজার স্থানে ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশেও ৪৭ টি জেলায় একযোগে ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে আজ। ক্লাইমেট স্ট্রাইকে অংশ নিয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, জামালপুর, নোয়াখালী, সিলেটসহ সারাদেশে জলবায়ু বিপর্যয় রুখতে অতিসত্বর পদক্ষেপ গ্রহণ করতে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করে শিক্ষার্থীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে, স্লোগান দিয়ে, বক্তৃতার মধ্য দিয়ে আজকের ক্লাইমেট স্ট্রাইক পালন করেছে। ফ্রাইডেস ফর ফিউচারের তত্ত্বাবধানে এই বৈশ্বিক আন্দোলনে বাংলাদেশকে অফিশিয়ালি প্রতিনিধিত্ব করছে ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশ।