রংপুরে বিজিপি’র সেমিনার
Admin
প্রকাশের সময় : ২০/০৯/২০১৯, ১১:৪৬ PM
আব্দুল্লাহ বিন সিরাজ, শিশুবার্তা প্রতিনিধি, রংপুরঃ
দেশের সবগুলো বিভাগীয় শহরের দ্গারাবাহিকতায় ২০/০৯/২০১৯ ইং তারিখে শিশু অধিকার সনদের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে বাচাইকৃত ৪০ জন শিশু, কিশোর- কিশোরী কে নিয়ে বাংলাদেশ UNICEF ও বাংলাদেশ বেতারের সহোযোগিতায় রংপুরের RDRS এ সেমিনার আয়োজিত হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকে জনাব মো: মসিউর রহমান রাঙা ( মাননীয় সংসদ সদস্য এবং বিরোধী চীফ হুইপ) বিশেষ অতিথি : জনাব মো: মোস্তাফিজার রহমান ( মেয়র রংপুর সিটি কর্পোরেশন) সভাপতি : নাজিবুল্লাহ হামীম ( ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান) আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন।
উক্ত সেমিনারে শিশু অধিকার, শিশু শ্রম ও বাল্যবিবাহ নিয়ে আলোচনা করা হয়।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন জানান শিশু অধিকার সনদ বাস্তবায়ন হওয়া সত্তেও শিশুরা নিরাপদ নয় এ জন্য আমাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে।শিশুরা নির্যাতিত হচ্ছে এমন খবর পেলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নিব।
Post Views:
80
আপনার মতামত লিখুন :