সাকলাইন শিহাব,শিশু বার্তা প্রতিনিধি,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ইউনিয়নের ফরিদপুর গ্রামে শিয়াল ধরার বৈদ্যুতিক ফাঁদে পড়ে আমিনা খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।আহত হয়েছেন বুদ্দিন(৫) নামে আরও এক শিশু। গত মঙ্গল বার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত আমিনা অত্র গ্রামের আল-আমিনের মেয়ে।এছাড়া আহত বুদ্দিন একই গ্রামের আব্দুল মজিদের ছেলে।
ইউনিয়ন পরিষদের চেয়্যারমান জানান, অত এলাকায় আব্দুল সাত্তার সেখ তার মুরগির খামারে শিয়াল ধরার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিল ।
মঙ্গলবার সন্ধ্যায় আমিনা ও বুদ্দিন ওই খামারের পাশে খেলা করছিলেন।খেলার এক পর্যায়ে তারা ওই ফাঁদের কাছে গেলে দু’জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়।এতে ঘটনাস্থলে মারা যায় আমিনা।গুরুত্বর আহত অবস্থায় বুদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।।
আপনার মতামত লিখুন :