সৈয়দ আবুল হাসনাত জিসান,শিশু বার্তা প্রতিনিধি, মিরসরাইঃ চট্টগ্রামের মিরসরাইয়ে আন্তঃস্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির ৪৮ তম ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা খেলা শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ূন কবির খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শেখ আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, চেয়ারম্যান মকসুদ আহম্মদ চৌধুরী, চেয়ারম্যান নুরুল মোস্তফা, চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী, চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব,।
মিরসরাই শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুভাষ সরকার, মিরসরাই সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলম প্রমুখ।
চ্যাম্পিয়ন দল করেরহাট কে এম উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ দল খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করে করেরহাট কে এম উচ্চ বিদ্যালয়ের খেলোয়া মেহেদী হাসান।
আপনার মতামত লিখুন :