আজও সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু


Admin প্রকাশের সময় : ২১/০৫/২০২২, ৭:৪২ PM
আজও সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ অফিস:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানীর সঙ্গে নদীতে নেমে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (২১ মে) দুপুরে জেলার উল্লাপাড়া উপজেলার বড়হরের বাঁশ হাটা ঘাটে করতোয়া নদীতে ডুবে হতার মৃত্যু হয়। শিশুটি মরদেহ উদ্ধার করেছে রাজশাহী ডুবুরী দল।নিখোঁজ শিশুটির নাম সামিউল ইসলাম (৫)। সে ওই গ্রামের তেলু মিয়ার ছেলে।

শিশুটির বাবা জানান, বেলা ১২টার দিকে সে নানীর সঙ্গে পাশের বাঁশ হাটা ঘাটে গোসল করতে যায়। নানী তাকে উপরে রেখে নদীতে নামেন। এক সময় নানীর অলক্ষ্যে সামিউল নদীতে নেমে ডুবে যায়। নানী চিৎকার করলে পাশের লোকজন এগিয়ে এসে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে উল্লাপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম জানান, তার কর্মীরা দীর্ঘ সময় ধরে নদীতে নেমে সামিউলকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে রাজশাহী থেকে আনা ফায়ার সার্ভিসকে ডুবুরি দল বিকেল পাঁচটার দিকে নদীতে অভিযান চালিয়ে নিখোঁজ সামিউল এর মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।