বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সরকারি পি.সি কলেজে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ


Admin প্রকাশের সময় : ২৯/০৮/২০১৯, ৬:৫৩ PM
বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাত বার্ষিকী  উপলক্ষে সরকারি পি.সি কলেজে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ

এস,এম মানজুরুল ইসলাম সাজিদ, শিশু বার্তা প্রতিনিধি, বাগেরহাটঃ

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০১৯  উপলক্ষে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে  সরকারি পি.সি কলেজের আয়োজিত আলোচনা সভা,পুরুষ্কার বিতরনী ও দোয়া মাহফিল ২৯ আগস্ট রোজ বৃহঃপতিবার  সকাল ১১ টায় কলেজ মিলয়াতন   অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন,প্রফেসর মোঃসাখিলুর রহমান,অধ্যক্ষ সরকারি পি.সি কলেজ বাগেরহাট। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর শেখ মোস্তাহিদুর আলম, উপধ্যক্ষ সরকারি পি.সি কলেজ।ও মোঃ শাহ আলম ফরাজী, সম্পাদক শিক্ষক কর্মচারী পরিষদ সরকারি পি.সি কলেজ,বাগেরহাট।আরো উপস্থিত ছিলেন সরকারি পিসি কলেজ ছাএ সংসদ ভিপি  ইয়াছির আরাফাত নোমান সহ ছাএ নেতা ও নেএী বৃন্দ ও কলেজের ছাএছাএী বৃন্দ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনি নিয়ে আলোচনে করা হয়। এবং বঙ্গবন্ধুর খুনীদের বিচার করার জন্য বলা হয়।বঙ্গবন্ধুর জীবনের নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে অনুষ্ঠানের বক্তরা।জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজন করা হয় রচনা প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতারন করা হয়।অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল হয়।