ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


Admin প্রকাশের সময় : ২৫/০৮/২০১৯, ১২:১৪ AM
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মোঃ মাহিন সরকার শিশু বার্তা প্রতিনিধি, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। ২৩ আগষ্ট শুক্রবার সকালে পীরগঞ্জ উপজেলার সাগুনি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান দৌলতপর ইউনিয়নের চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায়।

নিহতরা হলেন- সাগুনি গ্রামের সত্যেন চন্দ্রের ছেলে আদিত্য (৪) ও একই গ্রামের বিনোদ চন্দ্রের মেয়ে টুম্পা (৭)। তারা একে অপরের মামাতো-ফুফাতো ভাইবোন। এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালের দিকে সবার অজান্তে বাড়ির পার্শ্বে পুকুরের পানিতে পড়ে যায় ওই দুই শিশু। পরে অনেক খোঁজাখুঁজি করে দুজনকে পানি থেকে উদ্ধার করা হয়।

এ সময় টুম্পা ঘটনাস্থলেই মারা যায়। পরে আদিত্যকে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার অফিস ইনচার্জ বজলুর রহমান।