মোঃ মাহিন সরকার শিশু বার্তা প্রতিনিধি, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। ২৩ আগষ্ট শুক্রবার সকালে পীরগঞ্জ উপজেলার সাগুনি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান দৌলতপর ইউনিয়নের চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায়।
নিহতরা হলেন- সাগুনি গ্রামের সত্যেন চন্দ্রের ছেলে আদিত্য (৪) ও একই গ্রামের বিনোদ চন্দ্রের মেয়ে টুম্পা (৭)। তারা একে অপরের মামাতো-ফুফাতো ভাইবোন। এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালের দিকে সবার অজান্তে বাড়ির পার্শ্বে পুকুরের পানিতে পড়ে যায় ওই দুই শিশু। পরে অনেক খোঁজাখুঁজি করে দুজনকে পানি থেকে উদ্ধার করা হয়।
এ সময় টুম্পা ঘটনাস্থলেই মারা যায়। পরে আদিত্যকে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার অফিস ইনচার্জ বজলুর রহমান।
আপনার মতামত লিখুন :