আজমির তরু, শিশু বার্তা প্রতিনিধি, ঝিনাইদহ: ঘরের ঝুলিয়ে রাখা সিকেঁয় ঝুলে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে জান্নাতুল (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টার সময় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খামারমুন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুল দুলালমুন্দিয়া সরকারী প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী জান্নাতুল ওই গ্রামের আকরাম হোসেন পিকুলের মেয়ে।
প্রতিবেশি আমিন উদ্দীন জানান, দুপুরে খাওয়ার পর পিতার সাথেই ঘরে ঘুমিয়ে ছিল জান্নাতুল। মা বাড়ির পাশে মাঠে ছাগলের ঘাস আনতে যায়। কিছুক্ষণ পর তার পিতাও ঘুমন্ত মেয়েকে ঘরে রেখে বাইরে চলে যায়। জান্নাতুল ঘুম থেকে উঠে ঘরের ভিতরে থাকা সিকেঁয় শখের বশে ঝুল খেলতে গিয়ে গলাই ফাঁস লেগে মৃত্যু বরণ করে।
বাড়িতে এসে মা দেখেন ঘরের সিকেঁয় মেয়ের ঝুলন্ত লাশ। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :