টাঙ্গাইলে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার


Admin প্রকাশের সময় : ১৯/০৫/২০২২, ৩:৪৭ PM
টাঙ্গাইলে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার


টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাদেপারশী গ্রামে বাড়ির পাশের ডোবা থেকে মারিয়া নামের দেড় বছর বয়সি এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মে) সকালে উপজেলার বাদেপারশী গ্রামের শিশুটির নিজ বাড়ির পাশের  ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল বুধবার সকালে সে নিখোঁজ হয়। নিখোঁজের ২২ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর মারিয়ার লাশ উদ্ধার করা হয়।নিহত মারিয়া একই গ্রামের মিল্টনের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে ঘাটাইল থানার এসআই হোসেন জানান, বুধবার সকালে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু মারিয়া। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়। সন্ধান চেয়ে করা হয় মাইকিংও । পরে আজ বৃহস্পতিবার  সকালে বাড়ির পাশে ডোবায় মারিয়ার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। কোনো ধরনের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।