টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় কিশোরের মত্যু


Admin প্রকাশের সময় : ১৫/০৮/২০১৯, ৯:৫৩ PM
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় কিশোরের মত্যু

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল পিক্যাপ মুখোমুখি সংঘর্ষে ইসতিয়াক আহমদ (১৭) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।১৫ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় সখীপুর-হাটুভাঙ্গা সড়কের বোয়ালী খালেক পন্ডিতের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসতিয়াক আহমেদ সখীপুর “ওকে” ফাস্টফুডের মালিক সখীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাকিল আজাদের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে মোটরসাইকেল যোগে ইসতিয়াক আহমেদ নলুয়া যাওয়ার জন্য বেড় হলে বোয়ালী খালেক পন্ডিতের বাড়ির পাশে আসলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সে ঘটনাস্থলেই নিহত হয়। ঘাতক পিকআপকে আটক করতে পারেনি সখিপুর থানা পুলিশ।

পরিবারের সদস্যরা জানান, ছেলের আবদারে দুদিন আগেই জমি বিক্রি করে ওই মোটরসাইকেলটি কিনে দেন নিহতের বাবা। সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমির হোসেন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক পিকআপ ও তার চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।