ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কিশোরের মৃত্যু


Admin প্রকাশের সময় : ০৭/০৮/২০১৯, ১০:৪৯ PM
ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কিশোরের মৃত্যু

মোঃ মাহিন সরকার শিশু বার্তা প্রতিনিধি, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ গ্রামের রবিউল ইসলাম রুবেল (১৭) নামের এক কিশোর ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। মঙ্গলবার (৬ আগস্ট) ভোর ৫টায় দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যায়।

মৃত রবিউল ইসলাম উপজেলার নেকমরদ ইউনিয়নের গফরগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে। সে আল জামিয়াতুল বায়তুস সালাম মাদরাসায় অধ্যয়নরত ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার নেকমরদ রবিউল ইসলাম ২৬ জুলাই ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৯ জুলাই দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়। পরে দীর্ঘ ৮ দিন মৃত্যুর কাছে হার মেনে মঙ্গলবার মৃত্যু বরণ করে রবিউল।

আব্দুর রহিম মেডিকেল কলেজের পরিচালক ডা. আবু মো. খায়রুল কবির ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রবিউলের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। মঙ্গলবার দুপুর ১২টার সময় রবিউলকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।