আজমির তরু, চুয়াডাঙ্গা সংবাদদাতাঃ
চুয়াডাঙ্গা আলমডাঙ্গার কয়রাডাঙ্গা থেকে আবির হুসাইন নামের ১১ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়েছে। সে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার খালকুলা গ্রামের মোহাম্মদ আলী হোসেনের ছেলে।
গত রাত ৯টা ৪৫মিনিটের পর থেকে নিখোঁজ হলে অনেক খোজাখুজির পর আজ বুধবার (২৪জুলাই) সকালে স্থানীয় একটি ইটভাটার পাশ্ববর্তী আমবাগান থেকে তার লাশ পাওয়া যায় বলে জানা গেছে। খবর পেয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও আলমডাঙ্গা সার্কেল) মোহা. কলিমুল্লাহ ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুন্সী আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছান। এরপর লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
তবে, এ ঘটনায় এখনও পর্যন্ত জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের ধরতে মাঠে নেমেছে পুলিশের একাধিক টিম।
আপনার মতামত লিখুন :