মোঃ মাহিন সরকার, শিশু বার্তা প্রতিনিধি, ঠাকুরগাঁওঃ
জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৯ এর ফাইনালে উঠেছিলো ঠাকুরগাঁও জেলার মেয়েরা। কিন্তু ফাইনাল খেলার ঘন্টাখানেক আগেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়ে দেয় খেলতে পাড়বেন না ঠাকুরগাঁও জেলার এই মেয়েরা।
বাফুফে যে সকল অভিযোগ দিয়েছে এই খেলোয়ারদের বিরুদ্ধে তা সবি মিথ্যা। বিভিন্ন মিথ্যা অযুহাত দেখিয়ে ঠাকুরগাঁও জেলার এই মেয়েদের টিমকে খেলতে দেয়া হয়নি এমনি অভিযোগ করেছেন এই ফুটবল টিমের পরিচালক ও খেলোয়াড়রা।
২০ জুলাই শনিবার সকালে ঢাকা থেকে ঠাকুরগাঁও রেলস্টেশনে আসার পরে এমনি অভিযোগ করেন এই খেলোয়াড়রা। খেলোয়াড়দের স্বপ্ন ছিলো ফাইনালে খেলে চ্যাম্পিয়ান হয়ে নিজ জেলার জন্য আনবে ট্রফি। কিন্তু সেই স্বপ্ন শুধু স্বপ্নই থেকে গেলো। তাদের দাবী এই অন্যায়ভাবে তাদের কে খেলতে দেয়া হয়নি ফাইনাল। এর সঠিক তদন্ত চায় তারা।
টিম পরিচালকের অভিযোগ কি কারনে আমাদের মেয়েদের খেলতে দেয়া হলোনা? তা এখনো কোন প্রমান দিতে পারেনি।
আপনার মতামত লিখুন :