মোঃ মাহফুজুল হক (তুষার),শিশু বার্তা প্রতিনিধি, জামালপুরঃ
জামালপুরে বন্যার পানিতে ডুবে দুজন শিশুর মৃত্যু হয়েছে। ২০ জুলাই জেলার ভিন্ন দুটি স্থানে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা য্য়, ২০ জুলাই বেলা ১১টার দিকে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের দক্ষিণ কুশলনগর গ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী রাহাত (১০) বাড়ির পাশে বন্যার পানিতে ডুবে মারা গেছে। তার বাবার নাম হামিদুল ইসলাম।
অন্যদিকে একই দিন দুপুরে জামালপুর সদরের তিতপল্লা ইউনিয়নের তিতপল্লা গ্রামে বন্যার পানি দেখতে গিয়ে মো. সিফাত (১৬) বন্যার পানিতে ডুবে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাকে দ্রুত জামালপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে কেন্দুয়া ইউনিয়নের ফারুক গাজীর ছেলে।
আপনার মতামত লিখুন :