শাহরিয়ার হাসিব, শিশু বার্তা প্রতিনিধি, বগুড়াঃ বগুড়া রেল ষ্টেশন এলাকা থেকে ছেলে ধরা সন্দেহে আনিসুর রহমান নামে একজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে ।সেই সাথে এক প্রতিবদ্ধী শিশু উদ্ধার করা হয়েছে ।
পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া প্রতিবদ্ধী শিশুর নাম মোঃ সুজন বাবু (৮)।সে সোনাতলার গোপাই সাবাসপুরের কৃষক রফিকুল ইসলামের ছেলে ।
রফিকুল ইসলাম জনান গতকাল মঙ্গল বার সকাল ৭ টার দিকে তার ছেলে নিখোজ হয় । পরে বেলা দেড়টার দিকে বগুড়া রেল স্টেশন এলাকা থেকে তার ছেলেকে উদ্ধার করে এবং ছেলে ধরা সন্দেহে আনিসুর (৩৫) কে আটক করে জিআরপি ফাড়িতে নিয়ে যায় ।
উদ্ধারকারীদের মধ্যে শিপন নামে একজন জানায় আনিসুরের সাথে ষ্টেশনে আর তিন জন ছিল । সুজন তার এলাকার। পরে স্থানীয় জনতার সহযোগিতায় সুজন কে উদ্ধার এবং আনিসুর কে আটক করে ফাড়িতে নিয়ে যাওয়া হয় ।তার পর সদর থানায় সোপর্দ করা হয় ।
সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম জানায়, জিজ্ঞাসাবাদে আনিসুল স্বীকায করে যে খালি বোতল কুড়ানোর কথা বলে সে সুজন কে সোনাতলা থেকে ফুসলিয়ে বগুড়া আনে । তাদের সান্তাহারা যাওয়ার কথা ছিল ।
আপনার মতামত লিখুন :