বগুড়ার শাজাহানপুরে ৬ বছরের শিশু ধর্ষিত


Admin প্রকাশের সময় : ১৭/০৭/২০১৯, ৩:৩৯ AM
বগুড়ার শাজাহানপুরে ৬ বছরের শিশু ধর্ষিত

শাহরিয়ার হাসিব, শিশু বার্তা প্রতিনিধি, বগুড়াঃ বগুড়ার শাজাহানপুরে ধর্ষণের শিকার শিশু শ্রেণীর (প্রাক-প্রাথমিক)শিক্ষার্থী ৬ বছরের একজন শিশু ।এঘটনায় শিশু টির মা বাদি হয়েছে শাজাহান পুর থানা ধর্ষণ মামলা দায়ের করেন।

অভিযুক্ত ধর্ষক উপজেলার বিহিগ্রাম পূর্ব পাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে ভ্যান চালক দুলাল মিয়া (৪০) । গত রাত পৌনে ৯ টায় মহিলা পুলিশ দিয়ে ফাঁদে ফেলে মোবাইলে ডেকে এনে বি ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় তাকে। মামলা তদন্তকারী এসআই মামুন বিষয়টি নিশ্চিত করছেন ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে অভিযুক্ত দুলাল মিয়ার মেয়ে দোলা খাতুন (৭) খেলার সাথী পাশবিক নির্যাতনের শিকার ঐই কন্যা শিশু। গত ৮ জুন স্কুল থেকে ফিরে দোলা খাতুনের সাথে খেলার জন্য তাদের বাড়িতে যায় শিশু টি ।কিন্তু সে সময় দোলা খাতুন ও তার মা বাড়িতে ছিলেনা । সুযোগ বুঝে লম্পট দুলাল শিশু টি ঘরে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করেন । এক পর্যায়ে শিশু টি কান্না শুরু করলে। ভয় দেখিয়ে কাউকে বলতে নিষেধ করে । সে বিষয়টি বাড়িতে গিয়ে গোপন রাখে শিশুটি