মেহেরপুরে শিশু ধর্ষণের প্রতিবাদে আংকুরের মানববন্ধন


Admin প্রকাশের সময় : ১৭/০৭/২০১৯, ৩:২৬ AM
মেহেরপুরে শিশু ধর্ষণের প্রতিবাদে আংকুরের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি, মেহেরপুরঃ

“ধর্ষণের বিরুদ্ধে জাগো বাংলাদেশ,

প্রতিবাদ প্রতিরোধের সময় এখনই”

এই শ্লোগানে সারাদেশে শিশু ধর্ষণের বিরুদ্ধে ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করার দাবীততে মেহেরপুর শহরে মানববন্ধন করেছে ‍অংকুর’ সংগঠন।

সোমবার বেলা সাড়ে ১০:৩০ টার মিনিটে মেহেরপুর প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- অংকুরের সভাপতি নাসিম রানা বাঁধন, এসিটিএফ সভাপতি মেহেরাব হোসেন, অংকুরের অর্থ বিষয়ক সম্পাদক লিজা, সৌরভী সহ আরো অনেকে।

মানববন্ধন থেকে বাংলাদেশের সংবিধানে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করার দাবী জনানো হয়। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন করতে সরকারের কঠোর অবস্থানের দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন অংকুর সংগঠনের সহ – সভাপতি মোঃ সাজু ও ফারদিন ইমতিয়াজ, যুগ্ম সাধারণ সসম্পাদক শীতল,সাংগঠনিক সম্পাদক মো: রিওন, সাংগঠনিক সম্পাদক ইনান, সহ – সাংগঠনিক সম্পাদক তানভীর ও জাবির, প্রচার সম্পাদক মো: সুমন, শিশু বিষয়ক সম্পাদক শেখ আবিদ, অংকুরের দিকনির্দেশক মো: পিংকি অংকুরের সদস্য সামি, রাফিদ, রুপক, উল্লাস, মিলন, জায়েদ প্রমুখ।