সিরাজগঞ্জের নবম শ্রেনীর ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ


Admin প্রকাশের সময় : ০৮/০৭/২০১৯, ৪:৪৩ AM
সিরাজগঞ্জের নবম শ্রেনীর ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ

সাকলাইন শিহাব, শিশু বার্তা প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় নবম শ্রেনির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেন এসিল্যান্ড।শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অত্র এলাকায় বরের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে উপস্থিত হন এসিল্যান্ড।

তখন বরের বাড়িতে বর অত্র এলাকার চান মিয়া শেখের পুত্র রুবেল হোসেন(৩৫) এর সাথে পৌর এলাকার শাহেদনগর ব্যাপারি পাড়া এলাকার কোরবান আলীর মেয়ে অন্তরা খাতুন (১৪) এর বিয়ের আয়োজন চলছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কাজী পলায়ন করেন।কনে অপ্রাপ্তবয়স্ক থাকা ভ্রামমান আদালত বসিয়ে বর ও কনের বাবাকে ৫০ হাজার টাকা করে ও বরের ভাই সাগর হোসেন কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।পরে কনের বাবার কাছ থেকে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা নেওয়া হয়।