গাইবান্ধার গোবিন্দগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু


Admin প্রকাশের সময় : ০৫/০৭/২০১৯, ১১:৫৩ PM
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হুজাইফা হোসাইন, শিশু বার্তা প্রতিনিধি, গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তেতুলতলা পূর্বপাড়া গ্রামে গত সোমবার দুপুরে নদীতে গোসল করতে নেমে নবীন চন্দ্র নামে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত নবীন গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বালুর চর গ্রামের শ্রীবাস চন্দ্রের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী সাজু জানান,নবীন তার মায়ের সাথে কয়েকদিন আগে ওই গ্রামের নানা বাড়িতে বেড়াতে আসে। সেই নানা বাড়ীর পাশদিয়ে বয়ে যাওয়া আলেয়া নদীতে গোসল করতে নামলে পানিতে ডুবে মারা যায়।