ঝিনাইদহে সানসেড ভেঙে ১০ম শ্রেনীর ছাত্রের মৃত্যু


Admin প্রকাশের সময় : ০৫/০৭/২০১৯, ৪:২৫ AM
ঝিনাইদহে সানসেড ভেঙে ১০ম শ্রেনীর ছাত্রের মৃত্যু

আজমির তরু, শিশু বর্তা প্রতিনিধি ঝিনাইদহঃ ঝিনাইদহ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র আসিফ আহম্মেদ আরজু (১৫) নিহত হয়েছে। বৃহস্পপতিবার সন্ধ্যার দিকে শহরের উপশহরপাড়ার একটি বাসার সানসেড ভেঙ্গে সে নিহত হয়। নিহত আরজু চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড পাড়ার (অগ্নিবীনা সড়ক) বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক নেতা নেহাল উদ্দীন সোহেলের ছেলে।

আরজুর আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আরজুর বন্ধু রাতুল জানায়, সন্ধ্যার দিকে আরজু উপশহরপাড়ার ব্যাংকার হানিফের বাসায় যায় প্রসেনজিৎ নামে এক শিক্ষকের কাছে পড়তে। স্যারের গেট খুলতে দেরি দেখে আরজু ওই বাসার গেটের উপর লাগানো সানসেডে ঝুলে জগিং করছি। এ সময় সানসেড ভেঙ্গে তার বুকের উপর পড়ে। দ্রুত তাকে স্থানীয় হাসান ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করে।

চিকিৎসকরা জানান, বুকে আঘাত লেগে তার মৃত্যু হতে পারে।

এদিকে আরজুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠি, বন্ধু, শিক্ষক ও স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়ে। সকলেই ছুটে আসে তার বাসায়।