সিরাজগঞ্জে ফেসবুক বন্ধুদের টাকায় ৩ প্রতিবন্ধী শিশু পেলো হুইলচেয়ার


Admin প্রকাশের সময় : ১০/০৫/২০২২, ১২:৩৭ AM
সিরাজগঞ্জে ফেসবুক বন্ধুদের টাকায় ৩ প্রতিবন্ধী শিশু পেলো হুইলচেয়ার

মো আসাদুজ্জামান নাদিম,সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে ফেসবুক বন্ধুদের অর্থায়নে তিন জন প্রতিবন্ধী শিশুর মাঝে হুইলচেয়ার ও ৩টি অসহায় অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।  সোমবার (9 মে ) দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় চত্বরে ৩টি প্রতিবন্ধী শিশুর মাঝে হুইলচেয়ার ও ৩টি অসহায় অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন তুলে দেন পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম। 
এসময় সিরাজগঞ্জ সদর উপজেলার একজন ও উল্লাপাড়ার উপজেলার দুইজন প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার প্রদান করা হয়। 
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী, ফারহানা ইয়াসমিন ও ডিএসবি সদস্য শামীম রেজা প্রমুখ। 
এর আগে সিরাজগঞ্জ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বিশেষ শাখার ডিএসবি’র সদস্য শামীম রেজা অসহায় ৬টি পরিবারের জন্য তিনটি হুইলচেয়ার ও তিনটি সেলাই মেশিনের আবেদন করে গত সপ্তাহে ফেসবুক ওয়ালে পোস্ট দেন। সেই পোস্ট দেখেই ফেসবুক বন্ধুরা অর্থ সহায়তা প্রদান করে। সেই অর্থেই ৩ অসহায় পরিবারকে সেলাই মেশিন ও ৩ প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার প্রদান করা হয়।