সমস্যায় জর্জরিত ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডটি


Admin প্রকাশের সময় : ০৫/০৭/২০১৯, ১২:৫৫ AM
সমস্যায় জর্জরিত ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডটি

মোঃ মাহিন সরকার,শিশু বার্তা প্রতিনিধি, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডটি বেহাল অবস্থায় কাজ চালিয়ে আসছে দিনের পর দিন।

গত ২৭জুন শিশু ওয়ার্ডে পরিদর্শনে চোখে পড়ে নানান সমস্যার দৃশ্য ওয়ার্ডটিতে শয্যা স্বল্পতার কারণে অনেক শিশু চিকিৎসা নেবার মত জায়গাও পায়না বেড়ে।যার ফলে অসুস্থ শিশুদের মেঝেতে ঠাসাঠাসি করে চিকিৎসা সেবা নিতে হচ্ছে দিনের পর দিন।

বেশিরভাগ ঔষধ বাইরে থেকে ক্রয় করতে হচ্ছে। এমনকি প্যাথলজিতে দক্ষ জনবলের অভাবে বাইরের প্যাথলজি সেন্টার থেকে পরীক্ষা করাতে হচ্ছে তাদের। শিশু ওয়ার্ডে বাড়তি মানুষের উপস্থিতির ফলে শিশুরা বেশি অসুস্থ হয়ে পড়ছে। এছাড়াও শিশু ওয়ার্ডের একই বেডে একের অধিক শিশুর চিকিৎসা চলার দৃশ্যও চোখে পড়েছে।

চিকিৎসারত অভিভাবকরা অভিযোগ করে জানান, শিশু ওয়ার্ডে তাদের অনেক অসুবিধা হচ্ছে। বিশেষ করে শিশু ওয়ার্ডের যায়গা ছোট হওয়ায় তাদের নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে ‌। জায়গা ছাড়াও আরো অগনিত সমস্যার সম্মুখীন হতে হয় তাদের।

শিশু ওয়ার্ডের এমন সমস্যা নিয়ে জেলা সিভিল সার্জনের অনুপস্থিতিতে দায়িত্বরত সিভিল সার্জন শাহাজাহান নেওয়াজ এর সাথে কথা হলে তিনি আশ্বাস দিয়ে বলেন,’আগামী ৫মাসের মধ্যে শিশু ওয়ার্ডের জায়গা বৃদ্ধিসহ সকল সমস্যার সমাধান করা হবে।