তানজিম আশরাফ রাতুল, শিশুবার্তা প্রতিনিধি, নেত্রকোনাঃ
নেত্রকোনার বারহাট্টা উপজেলার হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইন উদ্দিন কর্তৃক নিজ প্রতিষ্ঠানের ছাত্রী নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
এ ঘটনার প্রতিবাদে নেত্রকোনার বিভিন্ন নারী ও শিশু অধিকার বিষয়ক সংগঠন যেমনঃ এনসিটিএফ, শিশু ছায়া,নারী প্রগতি সংঘ,মহিলা পরিষদ,আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা,উদীচি জনৌদ্দোগ ও জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে নেত্রকোনা পৌরসভার সামনে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ পালিত হয়েছে।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন এনসিটিএফ নেত্রকোনার সাধারন সম্পাদক তানজিম আশরাফ রাতুল, এনসিটিএফ নেত্রকোনার জেলা ভলান্টিয়ার তোফায়েল আহমেদ সায়ন। এছাড়াও বক্তব্য রাখেন,নেত্রকোনা মহিলা পরিষধের সভাপতি জনাব তাহেজা বেগম।নেত্রকোনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জনাব শ্যামলেন্দু পাল ও আমন্ত্রিত ব্যাক্তিবর্গ।
এসময় বক্তারা তাদের বক্তব্য বারহাট্টার হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইন উদ্দীনের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
আপনার মতামত লিখুন :