বেতন পরিশোধ না করায় ছাত্রের উপর কোচিং শিক্ষকের শতাধিক বেত্রাঘাত


Admin প্রকাশের সময় : ২১/০৬/২০১৯, ২:৫৫ PM
বেতন পরিশোধ না করায় ছাত্রের উপর কোচিং শিক্ষকের শতাধিক বেত্রাঘাত

বেতন পরিশোধ না করায় ছাত্রের উপর কোচিং শিক্ষকের শতাধিক বেত্রাঘাত

তানজিম আশরাফ রাতুল,শিশুবার্তা প্রতিনিধি, নেত্রকোনাঃ নেত্রকোনার মোহনগঞ্জে কোচিং এর বেতন পরিশোধ করতে না পারায় ছাত্রের উপর শতাধিক বেত্রাঘাতের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

স্থানীয়দের থেকে জানা যায়,মোহনগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী  ষষ্ট শ্রেণীর ছাত্র মোঃ-ইব্রাহীম ইসলাম মোহনগঞ্জের গ্রীণ কোচিং একাডেমীতে অধ্যয়নরত ছিলো।তার পিতা মোঃ-আয়াতুল ইসলাম, গ্রামঃ সাতুর; উপজেলাঃ মোহনগঞ্জ; জেলাঃ নেত্রকোনা। বেতন পরিশোধ করতে না  পাড়ায় উক্ত প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষক জনাব আতিকুর রহমান খান রাকিব তার শরীরে শতাধিক বেত্রাঘাত করে গুরুতর জখম করে।কোচিং এর শিক্ষক রাকিব মোহনগঞ্জ উপজেলার মাইলোরা গ্রামের আব্দুল আজিজ মাস্টারের ছেলে।

বর্তমানে  শারিরিক ভাবে অসুস্থ হয়ে হাসপাতাল থেকে নিজ বাসায় আছে ইব্রাহীম।ঘটনাটি ঘটে গত ১৭/৬/১৯ইং রোজ সোমবার সন্ধ্যায়।

এমন অবস্থায় ইব্রাহীমের পিতা জনাব মোঃ-আয়াতুল ইসলাম সুষ্ঠু বিচারের দাবিতে স্থানীয় উপজেলা চেয়ারম্যানকে অবগত করেন।  পরে থানায় লিখিত ভাবে বিষয়টি নথিভুক্ত করেন।

মোহনগঞ্জ থানার ওসি জনাব মোঃ শওকত আলী জানান, শিশু নির্যাতনের অপরাধে অভিযুক্ত শিক্ষক রাকিবকে দ্রুত গ্রেফতারের প্রচেষ্টা চলছে।

এই ঘটনার পর কোচিং সেন্টারটি সম্পুর্নরূপে বন্ধ করার জন্য জোরালো দাবী জানায় এলাকাবাসী।