খাগড়াছড়িতে এনসিটিএফ এর শিশু হাসপাতাল পরিদর্শন


Admin প্রকাশের সময় : ১৮/০৬/২০১৯, ৪:১২ AM
খাগড়াছড়িতে এনসিটিএফ এর শিশু হাসপাতাল পরিদর্শন

শচীন দাস খাগড়াছড়ি, প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলা এনসিটিএফ এর জেলা কমিটি খাগড়াছড়ি সদর হাসপাতাল এবং মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করে।

উক্ত পরিদর্শনে জেলা এনসিটিএফ এর সাথে কথা হয় জেলা সদর হাসপাতাল এর চিকিৎসক ডাক্তার রাজর্ষী চামমার সাথে,ডাক্তার রাজর্ষী চাকমা বলেন এখানে নিয়মিত শিশুদের সঠিক চিকিৎসা প্রদান করা হয়।

তারপর জেলা এনসিটিএফ এর জেলা কমিটি উক্ত হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করে এবং দেখে এখানে শিশুরা নিয়মিত সঠিক চিকিৎসা পাচ্ছে।উক্ত পরিদর্শনে উপস্থিত ছিল জেলা এনসিটিএফ এর শিশু গবেষক শচীন দাস, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল মাওয়া, শিশু সাংবাদিক নিশি,(মেয়ে),শিশু সাংবাদিক আরমানুল(ছেলে) এবং জেলা ভলেন্টিয়ার(মেয়ে) ডালিয়া ত্রিপুরা।