“ভিন্নজগতে সুইমিংপুলে ডুবে শিশুর মৃত্যু!”


Admin প্রকাশের সময় : ১১/০৬/২০১৯, ৪:০৬ AM
“ভিন্নজগতে সুইমিংপুলে ডুবে শিশুর মৃত্যু!”

“ভিন্নজগতে সুইমিংপুলে ডুবে শিশুর মৃত্যু!”

মো: আব্দুল্লাহ লিন সিরাজ, শিশুবার্তা প্রতিনিধি, রংপুরঃ
রংপুরের বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে ভিন্নজগৎ নিঃসন্দেহে উপরের দিকের একটি পর্যটন স্থান।সেখানে প্রতিদিন অসংখ্যা মানুষ আসে বেড়াতে।ঈদের সময় এ সংখ্যাটা অনেক বেড়ে যায়।

ঠিক গতকাল একটি পরিবার মাইক্রোবাসে করে বেড়াতে আসে এখানে।সুইমিংপুলে গোসল করতে নেমে তাদের মধ্যে এক শিশু অভিভাবকদের বেখেয়ালিপনায় সুইমিংপুলের মধ্যেই হারিয়ে যায়।পরে তাকে মুমূর্ষু অবস্থায় সুইমিংপুল থেকে উদ্ধার করে রংপুরে মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

পরে লোকসূত্রে জানা যায় শিশুটি মারা গেছে।অভিভাবকদের অসচেতনতা এবং বেখেয়ালিপনা আপাত দৃষ্টিতে শিশুটির মৃত্যুর কারণ। আপনারা যারা এখানে বেড়াতে আসবেন তারা অবশ্যই ছোট বাচ্চাদের প্রতি সর্বোচ্চ খেয়াল রাখবেন,সুইমিংপুলে শিশুদের নামানো থেকে বিরত থাকবেন।

আর ভিন্নজগতে প্রচুর মানুষের আগমন হয় প্রতিদিন কিন্তু এখানে কোন প্রাথমিক চিকিৎসার ব্যাবস্থা নেই। এই বিষয়টা কর্তৃপক্ষের মাথায় নেয়া উচিৎ।