জয়পুরহাটে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত


Admin প্রকাশের সময় : ১১/০৬/২০১৯, ৪:০০ AM
জয়পুরহাটে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

জয়পুরহাটে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

মিনহাজুল ইসলাম নিশান, শিশুবার্তা প্রতিনিধি জয়পুরহাটঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজারে ব্যাটারিচালিত অটো ভ্যানের ধাক্কায় মাশরুফা (৪) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত মাশরুফা পাঁচবিবি উপজেলার শালাইপুর গ্রামের মতিয়র রহমানের মেয়ে।

গতকাল রোববার (৯ জুন) গভীর রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যা ৬টার দিকে মাশরুফা গ্রামের রাস্তায় খেলা করছিল। এ সময় শালাইপুর বাজার থেকে বেড়াখাই যাওয়ার পথে একটি অটো ভ্যান তাকে চাপা দেয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।