নেত্রকোনায় দুস্থ শিশুরা পেল ঈদবস্র


Admin প্রকাশের সময় : ৩১/০৫/২০১৯, ৪:০৪ AM
নেত্রকোনায় দুস্থ শিশুরা পেল ঈদবস্র

নেত্রকোনায় দুস্থ শিশুরা পেল ঈদবস্র

তানজিম আশরাফ রাতুল, শিশুবার্তা প্রতিনিধি, নেত্রকোনাঃ
সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের আনন্দ ক্ষানিকটা বাড়িয়ে দিতে তাদের ঈদ বস্ত্র বিতরন করে নেত্রকোনা জেলা এনসিটিএফ। আয়োজন করে ঈদ বস্ত্র বিতরন অনুষ্ঠান।

এবার ২টি ধাপে ২৫০জন শিশুর হাতে ঈদ বস্ত্র তুলে দিয়েছে তারা। আজ ২য় ধাপে, জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে ২০০ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদের নতুন বস্ত্র তুলে দেন এনসিটিএফ নেত্রকোনার সদস্যরা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মঈনউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব আল আমীন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মেহেদী জামান ও জেলা প্রেসক্লাব এর সাধারন সম্পাদক জনাব শ্যামলেন্দু পাল মহোদয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা এনসিটিএফ এর সভাপতি ঈষিকা অরুনিমা অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিশু সাংসদ নাসিফ কবির নভ।

অনুষ্ঠানে নেত্রকোনা জেলা এনসিটিএফ এর পক্ষ থেকে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা এনসিটিএফ এর সাধারণ সম্পাদক তানজিম আশরাফ রাতুল ও সভাপতি ঈষিকা অরুনিমা। তারা আলোচনায় এনসিটিএফ এর বিভিন্ন কাজের চিত্র তুলে ধরেন।পর্যায়ক্রমে বক্তব্য প্রদান করেন অতিথিবর্গ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় এনসিটিএফ এর সকল কাজ সমুহের প্রশংসা করেন এবং সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।জেলা প্রশাসক মহোদয় এনসিটিএফ এর কাজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে সকল প্রকার সহায়তার আশ্বাস দেন।অতঃপর অনুষ্ঠানের উদ্বোধন করেন নেত্রকোনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মঈলউল ইসলাম মহোদয়।

অনুষ্ঠানে একে একে ২০০ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদের বস্ত্র তুলে দেয়া হয়।নতুন কাপড় পেয়ে শিশুরা অনেক খুশি হয়, তাদের চোখে মুখে যেন আনন্দের ছাপ ফুটে উঠেছে।

এর আগে ২৮শে মে জেলা শিশু একাডেমীর হল রুমে ১ম ভাগে ৫০জন শিশুর হাতে ঈদ বস্ত্র ও ইফতার তুলে দেয় নেত্রকোনা জেলা এনসিটিএফ এর সদস্যরা।

নেত্রকোনায় দুস্থ শিশুরা পেল ঈদবস্র

ঈদের আনন্দ শিশুদের সাথে ভাগ করে নিতে পেরে খুশি নেত্রকোনা জেলা এনসিটিএফ এর সদস্যরা।