বগুড়া সোনাতলায় ধর্ষকের শাস্তি ফাসির দাবিতে মানববন্ধন


Admin প্রকাশের সময় : ২৭/০৫/২০১৯, ১২:১২ AM
বগুড়া সোনাতলায় ধর্ষকের শাস্তি ফাসির দাবিতে মানববন্ধন

বগুড়া সোনাতলায় ধর্ষকের শাস্তি ফাসির দাবিতে মানববন্ধন

এ এম শাহরিয়ার হাসিব, শিশুবার্তা প্রতিনিধি, বগুড়া:

আজ ২৬ মে ২০১৯ সকাল ১০ টায় বগুড়া সোনাতলায় সর্বচ্চো শাস্তি ফাসির দাবিতে গণ উন্নয়ন প্রকল্প আস্হা এ-র একটি মানব বন্ধন অনুষ্ঠীত হয়েছে ।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আস্হার প্রজেক্ট কো-আডিনেট জনাব মোঃ মোকলেসার রহমান , উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান ফেরদৌসি আক্তার রম্পা ।আর বক্তব্য রাখেন অত্র সংস্থার সোনাতলা উপজেলার বিভিন্ন কেস ওর্য়াকার মোছা রত্ন খাতুন , মোছা শিউলি , তাসনিয়া ও আর অনেকেই ।

এসময় উপস্থিত ছিল বাংলাদেশ মাইনোরেটি ওয়াচের বগুড়া জেলা প্রতিনিধি শ্রী বিকাশ কর্মকার ,এম মেহেরুল চেয়ারম্যান আলোর প্রদ্বীপ ,সামাজিক সংগঠন “অদম্য সোনাতলার “উপদেষ্টা সাজেদুর আবেদীন শান্ত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথী ।