বিএনসিপি বগুড়ার শিশু সংসদ নিবার্চন অনুষ্ঠিত


Admin প্রকাশের সময় : ২৬/০৫/২০১৯, ১:৪৬ AM
বিএনসিপি বগুড়ার শিশু সংসদ নিবার্চন অনুষ্ঠিত

নিউজ ডেস্কঃ

গত ২৩ মে বৃহস্পতিবার বগুড়া পৌর পার্কে বাংলাদেশ ন্যাশনাল চাইল্ড পালামেন্ট (বিএনসিপি) এর বগুড়া জেলার শিশু সংসদ নিবার্চন অনুষ্ঠিত হয়েছে ।

নিবার্চনের ২ টি পদে নিরবাচন অনুষ্ঠিত হয়। এতে প্রারথী ছিলেন ৮ জন। বিএনসিপি বগুড়া এর নিবার্চিত হয়েছে মূখ্য মন্ত্রী পদে তাজমিনুর রহমান নাসিম এবং মুসফিকুর রহমান খান পরাষ্ট্র মন্ত্রী পদে নির্বাচিত হয়েছে।

বিএনসিপি বগুড়ার পরিচালনা কমিটির আব্বাহয়ক জনান, যোগ্য প্রার্থীকেই ভোট দিয়েছেন ভোটারা। আরও জানান যে দ্রুত শপথ গ্রহনের মাধ্যমে তাদের অনুষ্ঠানিক ভাবে দ্বায়িত বুঝে দেওয়া হবে বলে ।