সাকলাইন শিহাব, শিশু বার্তা প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের পৌর এলাকার মাছুমপুর মহল্লা থেকে মালিছা খাতুন(১৪) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১২টার দিকে অত্র মহল্লার একটি ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।সে কামারখন্দ উপজেলার মুগবেলাই গ্রামের বিজিবি সদস্য গিয়াস উদ্দীনের মেয়ে ও সবুজ কানন স্কুলের নবম শ্রেনির ছাত্রী।
এলাকাবাসী জানান,মালিহার মা মাছুমপুর মহল্লার আব্দুল মান্নানের বাসায় ভারাটিয়া হিসেবে বসবাস করতেন।গত তিন দিন আগে মেয়েকে বাসায় একা রেখে তার মা গ্রামের বাড়িতে ধান মাড়াই করতে যান।এ অবস্থায় রোববার সন্ধ্যার দিকে নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে মালিছা।রাতে মা ঘরের দরজা খুলে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
সদর থানার উপ-পরিদর্শক বদরুদ্দোজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে রাতেই তার মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।আজ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
আপনার মতামত লিখুন :