ঠাকুরগাঁও এ ‘বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে বন্যাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ৯মে বুধবার ‘বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপন উপলক্ষে সকাল ৯.০০ ঘটিকায় ইউনিট কার্যালয়ে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়।জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঠাকুরগাঁও ইউনিট কমিটির নির্বাহী সদস্য জনাব অধ্যক্ষ মোঃ রাজিউর রহমান ও বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মোজাম্মেল হক।পতাকা উত্তোলন শেষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঠাকুরগাঁও ইউনিট এক বন্যাঢ্য র্্যালি বের করে।
র্্যালিটি শহরের বিভিন্ন ইউনিট প্রদক্ষিণ করে রেড ক্রিসেন্ট ঠাকুরগাঁও অফিসে এসে শেষ হয়।র্্যালি শেষে আলোচনা সভা ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঠাকুরগাঁও কতৃক আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়।এসময় বক্তারা রেড ক্রিসেন্ট সোসাইটির ইতিহাস ও কার্যক্রম তুলে ধরেন।
এছারাও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঠাকুরগাঁও ইউনিট কর্মকর্তা বজলুল করীম চৌধুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঠাকুরগাঁও ইউনিটের যুব প্রধান মোকাররম হোসেন (সাদ্দাম) প্রমুখ সহ রেড ক্রিসেন্ট ঠাকুরগাঁও ইউনিটের সদস্য ও বিভিন্ন স্কুল কলেজের অসংখ্য শিক্ষার্থী।
আপনার মতামত লিখুন :