সিরাজগঞ্জ:সি রাজগঞ্জ সদরের বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়ীয়া গ্রামে নবম শ্রেনির ছাত্রী মোছাঃ মিম খাতুন(১৫) এর বাল্য বিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড।শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কনের বাড়ীতে সংগীয় পুলিশ ফোর্স নিয়ে উপস্থিত হন এসিল্যান্ড।তখন কনের বাড়ীতে কনে অত্র এলাকার ফরিদুল ইসলামের মেয়ে মিম খাতুন (১৫)এর সাথে বর কাজীপুর উপজেলার কুনকুনিয়া গ্রামের আব্দুর কাদের এর পুত্র আবু বক্কার (২০)এর বিয়ের আয়োজন চলছিল।পুলিশের উপস্থিতি টের পেয়ে কাজী পলায়ন করে।বর এ কনে অপ্রাপ্তবয়স্ক থাকায় পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে এই বাল্যবিবাহ বন্ধ করা হয়।পরে কনের বাবা ও বরের বাবার কাছ থেকে বর ও কনের প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে মুচলেকা নেওয়া হয়।।।
আপনার মতামত লিখুন :