এসএসসি পরিক্ষার ফল প্রকাশ ৬ মে


Admin প্রকাশের সময় : ০৪/০৫/২০১৯, ৬:০০ AM
এসএসসি পরিক্ষার ফল প্রকাশ ৬ মে

শিক্ষা অংগন ডেস্কঃ

এসএসসি ও সমমানের সকল পরিক্ষার ফল প্রকাশিত হবে আগামী ৬ মে সোমবার। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়ার রেওয়াজ থাকলেও এবার তিনি ওই সময়ে দেশের বাইরে থাকায় তা সম্ভব হচ্ছে না। প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে তাঁর পক্ষে ফলাফলের অনুলিপি গ্রহণ করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এছাড়াও প্রতিবছর সচিবালয়ে শিক্ষা মন্ত্রনালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করা হলেও এবার ভেন্যু পরিবর্তন করা হয়েছে। এবারের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করা হবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র এবং ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী । আগের মতোই এবারও পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যেই প্রকাশিত হচ্ছে ফলাফল।

তথ্য সূত্রঃ শিক্ষাবার্তা ডট কম।