মাদকমুক্ত বাংলা‌দেশ আমাদের সকলের স্বপ্ন–শামসু‌দ্দোহা প্রিন্স


Admin প্রকাশের সময় : ০৩/০৫/২০১৯, ৪:০৫ PM
মাদকমুক্ত বাংলা‌দেশ আমাদের সকলের স্বপ্ন–শামসু‌দ্দোহা প্রিন্স

মাদকমুক্ত বাংলা‌দেশ আমাদের সকলের  স্বপ্ন–শামসু‌দ্দোহা প্রিন্স

মুনতাসির মামুন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনধিঃ
অনলাইন ভি‌ত্তিক সামা‌জিক সংগঠন “আমরা মাদ‌কের বি‌রোধী শ‌ক্তি” সংগঠ‌নের চেয়ারম্যান শামসু‌দ্দোহা প্রিন্স ব‌লে‌ছেন মাদকমুক্ত বাংলা‌দেশ হোক অাপনার অামার সক‌লের স্বপ্ন।

সাক্ষাতকা‌রে তি‌নি জানান, দেশ‌কে মাদকমুক্ত কর‌তে হ‌বে এবং সমৃদ্ধ বাংলা‌দেশ গঠ‌নে অাগামী প্রজন্ম‌কে এ মরন নেশা থে‌কে বাঁচা‌তে হ‌বে।দেশ‌কে এ‌গি‌য়ে নি‌তে হ‌লে মাদকমুক্ত সমাজ প্র‌তিষ্ঠা সকল জনগ‌নের দা‌য়িত্ব‌।শুধু প্রশাস‌নের একার প‌ক্ষে দেশ‌কে মাদকমুক্ত করা সম্ভব নয় এজন্য প্র‌য়োজন জনগনের  সম্পৃক্ততা।সবার অা‌গে প‌রিবার‌কে এ‌গি‌য়ে অাস‌তে হ‌বে।এক‌টি প‌রিবার য‌দি সন্তান গঠ‌নে স‌ঠিক পদ‌ক্ষেপ নেয় তাহ‌লে সমা‌জকে মাদকমুক্ত  কর‌তে খুব বে‌শি সময় লা‌গে না।এছাড়া সমাজ‌কে মাদকমুক্ত রাখ‌তে রাজ‌নৈ‌তিক সদ্বিচ্ছা গুরুত্বপূর্ন।‌

কিছু কিছু রাজ‌নৈ‌তিক নেতারা তা‌দের স্বার্থ হা‌ছিল ও দল ভা‌রি কর‌তে কোমলম‌তি শিক্ষার্থী‌দের হা‌তে তু‌লে দি‌চ্ছে মাদক। এ‌ক্ষে‌ত্রে প্র‌ত্যেক রাজ‌নৈ‌তিক ব্যা‌ক্তির উ‌চিৎ হ‌বে সন্ধ্যার অা‌গে তা‌দের সকল রাজ‌নৈতিক কর্মসূচী শেষ ক‌রে সকল ছে‌লে‌দের বাসায় পা‌ঠি‌য়ে পড়াশুনার ক্ষেত্র তৈরী ক‌রে দেয়া।সমাজ‌কে মাদকমুক্ত কর‌তে প্র‌ত্যেক পাড়া মহল্লা,গ্রাম গঞ্জ,ইউ‌নিয়ন,উপ‌জেলায় প্রশাসন‌কে সহ‌যো‌গিতার ল‌ক্ষ্যে সামা‌জিক সংগঠ‌নের মাধ্য‌মে মাদক‌ বি‌রোধী অা‌ন্দোলন গ‌ড়ে তুল‌তে হ‌বে। সামা‌জিক ও ধ‌র্মিয় মূল্য‌বো‌ধে প্র‌ত্যেক সন্তান‌কে গ‌ড়ে তুল‌তে প‌রিবার‌কে ভূ‌মিকা গ্রহন করতে হ‌বে।

উ‌ল্লেখ্য, ২০১৭ সা‌লে অরাজ‌নৈ‌তিক ও অলাভজনক সামা‌জিক সংগঠন  “অামরা মাদ‌কের বি‌রোধী শ‌ক্তি” প্র‌তিষ্ঠার পর থে‌কে দেশব্যাপী বি‌ভিন্ন শহর,জেলা,উপ‌জেলা ,ইউ‌নিয়ন,পাড়া মহল্লায়  মাদক বি‌রোধী প্রচারনায় নি‌য়ো‌জিত র‌য়ে‌ছে।যুব সমাজ‌কে এক‌ত্রিত ক‌রে সমা‌জে মাদক বি‌রোধী স‌চেতনতা সৃ‌ষ্টি করা এবং মাদকে বিরু‌দ্ধে এক‌টি গন অা‌ন্দোলন গ‌ড়ে তোলাই এ সংগঠ‌টির লক্ষ্য। দেশ‌কে মাদক মুক্ত কর‌তে প্রশাস‌নের পাশাপা‌শি জন‌গনের  সম্পৃক্ততা অপ‌রিহার্য ব‌লে ম‌নে ক‌রে সংগঠন‌টি।ই‌তিম‌ধ্যে দে‌শের প্রায় ১০০শত উপ‌জেলায় এ সামা‌জিক সংগঠন‌টির কার্যক্রম বিস্তার লাভ ক‌রে‌ছে।সংগঠন‌টির নেতৃ‌ত্বে র‌য়ে‌ছে অ‌নেক সাংবা‌দিক,‌ শিক্ষক,ও মুক্ত‌চিন্তার কিছু মানুষ।